Daily Frontier News
Daily Frontier News

উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিঙ যাদবের জীবনাবসান।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠা ও নেতা সাবেক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং ভারতের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিঙ যাদব সকলের ছেড়ে চলে গেল এক অজানা দেশের উদ্দেশ্যে। তিনি ভারতের সমাজবাদী পার্টির নেতা ছিলেন এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাম জন্মভূমি ও বাবরি মসজিদ ভেঙে ফেলার জন্য বিশ্ব হিন্দু ও উগ্র হিন্দু জাতীয়তাবাদী দল যখন বাবরি মসজিদ ভাঙতে এসেছিলেন তখন তিনি কঠোর হাতে দমন করে রাম জন্মভূমি ও বাবরি মসজিদ কে রক্ষা করেছিলেন। তখন সারা বিশ্বের কাছে নাম হয়ে যায় মাওলানা মুলায়ম সিঙ যাদব। দীর্ঘদিন ধরে ভারতের লোকসভা ও ভারতের রাজ্যে সভার সদস্য হিসেবে ভারতের পার্লামেন্টে বড় ভূমিকা পালন করেন। তিনি উত্তর প্রদেশের জৌনপুর থেকে নির্বাচিত হতেন। পরে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় রাজনীতি তে তার বড় ভূমিকা পালন করতে দেখা যায়। আজ তার মৃত্যু খবর শোনা মাত্র উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নারায়ণ গভীর শোক প্রকাশ করেন এবং উত্তর প্রদেশের তিনদিনের শোক দিবস পালন করবেন বলে ঘোষণা করেন। এবং তার পুত্র উত্তর প্রদেশের বিরোধী দলের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এর কাছে শোক প্রকাশ করেন। এবং মুলায়ম সিঙ যাদবের ভাই রাম কৃপাল যাদবকে গভীর শোক প্রকাশ করেন। তাদের পরিবারের পাশে থাকার আস্সাস দেন। মুলায়ম সিঙ যাদবের মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শারদ পাওয়ার আদিত্য ঠাকুরে। এবং দিল্লি র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লাল্লু প্রসাদ যাদব এবং বিবারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ও উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবিন পাট্টা নায়ক এবং ডি এম কে র প্রধান অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সরাস্ট্র মন্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেন। আগামী কাল মুলায়ম সিঙ যাদবের শেষ বিদায় জানাবেন রাস্ট্রীয় মর্যাদায় লখনৌ তে।।

Daily Frontier News