Daily Frontier News
Daily Frontier News

ঈদের শেষ দিকে উপচে পড়েছে গরুর হাট, বহু যায়গায় রাস্তা বন্ধ।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আগামী ২৯শে, জুন পবিত্র ঈদ। এই পবিত্র কুরবানী র ঈদ উপলক্ষে ভারতের বিভিন্ন যায়গায় জমে উঠেছে গরুর হাট, পশ্চিম বাংলা র বিভিন্ন যায়গায় গরুর হাট জমিয়ে উঠেছে। ভারতের বিভিন্ন যায়গায় থেকে আসা গরুর দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের সমগম। পশ্চিম বাংলা র মুর্শিদাবাদ জেলা ও দিনাজপুর জেলা থেকে শুরু করে ভারতের শেষ প্রান্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলার গরুর হাট পযন্ত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিবিরহাট থেকে শুরু করে ঢোলার গরুর হাট ও গোঁড়দার গরুর হাট ও সিটির হাট এবং মগরাহাট পশ্চিমের উস্হি থানা র অন্তগর্ত বিভিন্ন যায়গায় গরুর হাট বসেছে। গরুর হাটের সাথে এসেছে মহিষ ও বকরী। তবে আগের মতো দেখা মিলছে না সূদুর রাজস্থান রাজ্যের মরুভূমির জাহাজ উট। এক একটি গরুর দাম ১৫,হাজার, টাকা থেকে শুরু করে ১,লক্ষ, টাকার বেশি দামে গরু বিক্রি হচ্ছে। হাটে জুটছে ক্রেতাদের ভিড়। তবে আগামী ২৯,শে, জুন পবিত্র কুরবানী র ঈদ থাকায় তার আগের দিন বুধবার জনবহুল শহর ও রাস্তাঘাটে র কাজ থেকে গরুর হাট সরিয়ে নিয়ে যেতে কড়া নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ। সেই সঙ্গে পবিত্র কুরবানী র ঈদ উপলক্ষে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে তার জন্য পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে।।

Daily Frontier News