বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।।
“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও সিমস প্রকল্পের আওতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: সাহিদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা ওকাপের সুপার ভাইজার মোঃ;আল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা জোহরা ও উপজেলা-পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচির কর্মকর্তা রাশেদ সারোয়ার চৌধুরী।
আলোচনা সভায় অভিবাসী দিবস উপলক্ষে অভিবাসী কর্মী ও বিদেশ ফেরত কর্মীরা সরকারের কাছে বিভিন্ন দাবী ও মর্যাদা তুলে ধরেন। এসময় বিভিন্ন ইউনিয়নের বিদেশ ফেরত অভিবাসী কর্মী ও স্পাউসরা উপস্থিত থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবস সফল ও স্বার্থক করে তুলেন। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics