Daily Frontier News
Daily Frontier News

আজ ৪৪তম, পবিত্র শ্যামপুর শরিফের উরুসপাক উৎপাদন করা হয়েছে।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

বর্তমানে কালে হক বাতিলের লড়াইয়ে আল্লাহর ওলী ও পীর মুরশিদরা সঠিক পথ দেখায় বললেন কলকাতা খিদিরপুর খানকা শরিফের গদ্দীনাশিন পীর আল্লামা হজরত মাওলানা শাহ সৈয়দ সাইফুদ্দিন শাহ আল কাদরী। আজকের এই দিনে ভারতের বিভিন্ন যায়গায় থেকে কয়েক হাজার মুরিদদের ভীড় হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর ভারত ও বাংলাদেশের আহলে সুন্নাত জামাতের প্রতিষ্ঠাতা সদস্য পীর আল্লামা শাহ সৈয়দ পীর সাইফুদ্দিন শাহ আল কাদরী বলেন যে যারা পীরের সাথে যুক্ত থাকেন এবং তাদের কে শরিয়াতের নির্দেশ মেনে চলার বিধান দেন, সেই সব মানুষ কখনো দিকভ্রান্ত হতে পারে না। পীর ও ওলী আওলীয়ারা আল্লাহর পরম বন্ধু। আল্লাহ সাথে দিদার করতে হলে তাহলে অবশ্যই পীরের সাথে যুক্ত হতে হবে। আল্লাহর ওলীরা মরে না। তারা পর্দা র আড়ালে থাকেন। আল্লাহ ওলীদের মধ্যে, আপনারা আল্লাহর ওলী তে হয়ে যান। তাহলে আখেরাতে ভালো হবে এবং পরকালে ভালো হবে। আজকের এই পবিত্র উরুসপাক উৎপাদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ফজলুর রহমান মিসবাহী এবং মুফতি শাহনাজ হোসেন কাদরী এবং সৈয়দ পীর আল্লামা শাহ সামিরুল ইসলাম আল কাদরী আল হোসেন চিশতী। আজকের দিনে আন্তর্জাতিক পীর প্রায়ত হজরত মাওলানা সৈয়দ শাহ অছিমুদ্দিন শাহ আল কাদরী মাজার শরীফে বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করেন বর্তমান পীর সৈয়দ শাহ আল্লামা সাইফুদ্দিন শাহ আল কাদরী। অন্যদিকে আজকের আন্তর্জাতিক পীর সৈয়দ শাহ আল্লামা অছিমুদ্দিন শাহ আল কাদরী র উদ্দেশ্যে দোয়া ও মিলাদ করেন খিদিরপুর খানকা শরিফের সেজ হুজুর পাক পীর গোলাম মোস্তাফিজুর আল কাদরী। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ্যামপুর শরিফের গ্রামবাসী বৃন্দ।

Daily Frontier News