Daily Frontier News
Daily Frontier News

আজ মাধবপুর ও কাঁকিনাড়া রোডের শুভ উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি মতো কাজ করলেন, এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার মাধবপুর থেকে কাঁকিনাড়া রোডের নতুন করে সূচনা করেন। দীর্ঘ ৬.৮৯কিলোমিটার, রাস্তাটি প্রায় ৮,কোটি, টাকা র অধিক ব্যায় করে এই রাস্তাটি তৈরি করতে সক্ষম হন। এই এলাকার সাধারণ মানুষের দাবি কে সামনে রেখে তিনি তার জন উন্নত মূলক বিকাশের ক্ষেত্রে কাজ চালিয়ে যান। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক অসহযোগিতা পর পশ্চিম বাংলা র জন উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন। এবং আগামী দিনে কাজ করে চলবেন বলে জানান।।

Daily Frontier News