কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পূর্ব বিধান সভার আয়োজনে অনুষ্ঠিত হল বিজয়ী সম্মেলেনী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূল দলের অন্যতম নেতা ও রাজ্যে সভার সদস্য শ্রী শুভাশিস চক্রবর্তী এম পি এবং পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য ও মগরাহাট পূর্বের বিধায়ক শ্রীমতী নমিতা সাহা ও মগরাহাট পূর্বের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সেলিম লস্কর এবং মগরাহাট পূর্বের তৃনমূল দলের যুব সভাপতি বাচ্চু সেখ। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের আই টি আই আই কলেজের শিক্ষক নেতা ও তৃনমূল দলের যুব কর্মী ঈদ্দুজামান মোল্লা এবং মগরাহাট পূর্বের ব্লক উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য ও সদস্য এবং মগরাহাট পূর্বের বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপপ্রধান এবং মগরাহাট পূর্বের ব্লক তৃনমূল দলের নেতা ও কর্মীরা। এই অনুষ্ঠানে প্রায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন স্তরের মানুষের কাছে বর্তমান পশ্চিম বাংলা র তৃনমূল দলের সভানেত্রী এবং পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী এম পি র জন উন্নয়ন মূলক বিকাশের ক্ষেত্রে গৌরিককরণ কাজ তুলে ধরেন। এবং আগামীতে তৃনমূল দল কে আরও শক্তিশালী করার জন্য অনুরোধ করেন তৃনমূল দলের শ্রমিক শ্রেণীর নেতা শুভাশিস চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আগত মানুষ কে অভিনন্দন জানান মগরাহাট পূর্বের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান ও তৃনমূল দলের সভাপতি সেলিম লস্কর।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics