ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
গত ২০২০শে, র সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে পযন্ত ভারতের গুজরাট রাজ্যের আরব সাগরের উপকূল বরাবর এলাকায় ১৩টি, মাছ ধরার ট্রলার নিয়ে মাছ ধরতে থাকেন ভারতের ধীবররা। কিন্তু তারা জানতেন না সাগরের তীরে অবস্থিত ভারত ও পাকিস্তানের জলসীমা কোথায় অবস্থিত। তারা বে ভুলে প্রবেশ করে পাকিস্তানের জলসীমা এলাকায়। এবং সাথে সাথে তাদের ধরে ফেলে পাকিস্তানের জলসীমা সীমান্ত রক্ষীরা। এর পর তাদেরকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের করাচির লান্ডি জেল কারাগারে। দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের মধ্যে কথাবার্তার পর দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জেরে আজ তাদেরকে মুক্তি দেওয়া হয়। আজ মোট ৭৭জন, সহ মোট ৮০জনকে, মুক্তি দেয় পাকিস্তান সরকার। ধৃত ব্যক্তিরা আজ ট্রেন পথে পাকিস্তানের করাচি উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এবং তারা আগামী কাল ভারতের সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে প্রবেশ করবে। ধৃত ধীবর দের মধ্যে ভারতের গুজরাট রাজ্যের ৫৯জন, গিরের, এবং গুজরাট রাজ্যের সোমনাথ জেলার ১৫জন। এবং দুই জন দেবভূতি দ্বারকার দুই জন আমলের । একজন জামনগর জেলার। এই খবরটি নিশ্চিত করেন পাকিস্তানের ফিশারফোক ফ্রোরমের সেক্রেটারি জেনারেল সাইদ বালুচ।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics