Daily Frontier News
Daily Frontier News

আজ কলকাতার নগরপাল,27,শে অগাস্ট নবান্ন অভিযানে আহত পুলিশ সদস্যদের কর্মীদের সাথে দেখা করেন

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

গত 27,শে অগাস্ট পশ্চিম বাংলার বিরোধী দল বিজেপি ডাকা নবান্ন অভিযানে ব্যাপকভাবে ঝামেলা ও ইট পাটকেল নিক্ষেপের শিকার শিকার হয় কলকাতা ও পশ্চিম বাংলা পুলিশের বহু কর্মী। সেই সঙ্গে কর্তব্যরত এক কলকাতা ট্রাফিক সার্জেন্ট এর ইটের আঘাতে একটি চোখ নস্ট হয়ে যায়। সেই দিনের ঘটনা আজও মনে করছেন সদ্য কলকাতা পুলিশের নগরপাল শ্রী মনোজ বর্মা আই পি এস। সেই দিন নবান্ন অভিযান কর্মসূচী পালন করতে গিয়ে মারমুখী বিজেপি নেতা ও কর্মীদের ঠেকাতে জল কামান দাগিয়ে ছত্রভঙ্গ করতে হয় পুলিশের। তার পর বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় বহু বিজেপি নেতা ও কর্মীরা রাস্তায় পড়ে যায়। কিন্তু কলকাতা পুলিশ ধৈর্য ধরে থাকে। এবং কোথাও কোথাও উত্তেজিত বিজেপি নেতা ও কর্মীদের দ্বারা আক্রান্ত হয় কলকাতা পুলিশের বহু কর্মী। সেই দিন যদি কলকাতার বিভিন্ন যায়গায় ব্যারিকেড তৈরি না করতেন কলকাতা পুলিশ। তাহলে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়তে হতো কলকাতার মানুষজন কে। সেই দিনের আহত পুলিশদের খোঁজ নিতে আজ লালবাজারের কলকাতা পুলিশের সদর দপ্তরে মিলিত হন নগরপাল শ্রী মনোজ বর্মা। তিনি সেই দিনের কলকাতা পুলিশের সাহসীকতার জন্য সকলকেই ধন্যবাদ জানান। আগামী দিনে কলকাতা পুলিশ যাতে সুনাম অর্জন করতে পারে তার জন্য সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।।

Daily Frontier News