কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
পশ্চিম বাংলা র পুলিশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের উস্তি থানা পুলিশের উদ্দোগে পোশাক পরিধান বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক গরীব ও অসহায় মানুষ উপস্তিত হয়। এই অনুষ্ঠানে গরীবের মধ্যে শীতকালীন পোশাক পরিধান ও শাড়ি ও পুরুষের মধ্যে জামা কাপড় পরিধান বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের ডায়মন্ডহারবার মহাকুমা পুলিশের আধিকারিক ও এস ডি পি ও শ্রী মিতুন কুমার দে এবং উস্তি থানা ও মগরাহাট থানার সার্কেল অফিসার ইনচার্জ শ্রী বাসুদেব বাগ। এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কারিগরী ও জনস্বাস্থ্য র কর্মধক্ষ্য ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান মোরারক মোল্লা এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা সেলের সভাপতি মইদুল ইসলাম ও শিক্ষাবিদ ও সাবেক এস ইউ সি আই নেতা আবদুর রউফ বৈদ্য। সেই সঙ্গে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা সঞ্জীব মন্ডল ও উস্তি থানা র অফিসার ইনচার্জ শ্রী পিযুষ মন্ডল ও পি সি অফিসার মইনুল হক ও অন্যান্য পুলিশের কর্মকর্তারা। এবং মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে ডায়মন্ডহারবার মহাকুমা র এস ডি পি ও মিতুন কুমার দে দেওয়ালী ও শ্যামা পূজা উপলক্ষে সকলেই শুভেচ্ছা জানান। আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন উস্তি থানা র অফিসার ইনচার্জ শ্রী পিযুষ কুমার মন্ডল।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics