Daily Frontier News
Daily Frontier News

আগামী কাল ভারতের রাষ্ট্রপতি বিহীন উদ্বোধন হতে চলেছে নতুন পার্লামেন্ট ভবনের, বয়কট বিরোধী দলের।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

ভারতের গনতান্ত্রিক ব্যাবস্থা র মূল তীর্থ স্হান হল ভারতের লোকসভা ও রাজ্যে সভা। এই লোকসভা র নতুন দ্বার উন্মোচন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই ঐতিহাসিক স্বাক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত হবে না ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুম্মু। তাকে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়ে সারা ভারতের বিভিন্ন রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। যিনি ক্ষমতা বলে ভারতের আইনের প্রধান, অথচ তাঁকে বাদ দিয়ে এই নতুন পার্লামেন্টে ভবনের শুভ উদ্বোধনে আসবে না ভারতের জাতীয় কংগ্রেস ছাড়া বহু বিরোধী দলের সদস্য। তার মধ্যে তৃনমূল দল, এস পি, আর জে ডি, জে ডি এস, আম আদমি পার্টি ও বি এস পি এন সি পি এবং ডি এম কে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শিবসেনা সহ বহু বিরোধী দল। আগে থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করেন যে ভারতের নতুন পার্লামেন্ট ভবনের উদ্ধোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৬০,হাজার, শ্রমিক এই নতুন পার্লামেন্ট ভবন তৈরি করতে সাহায্য করেছে। এর আগে যে ভারতের যে লোকসভা ও রাজ্যে সভা ভবন ছিল, যা ব্রিটিশ আমলের ঐতিহাসিক তৈরি করা তার কি❓ হবে তা এখনও জানা যাচ্ছেন না। আগামী কালের ভারতের নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছে না ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী ও ভারতের রাজ্যসভার বিরোধী দলের নেতা শ্রী মল্লিকার্জুন খাগরে সহ বিভিন্ন বিরোধী দলের সদস্যরা। তবে আগামী কাল ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন ঘিরে রয়েছে উত্তেজনা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নতুন পার্লামেন্ট ভবন কে ঘিরে।।

Daily Frontier News