Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট

স্টাফরিপোটারঃ-

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া, দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ও সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন’টি অবৈধ খনন যন্ত্র (ড্রেজার মেশিন) ও এর পাইপ বিনষ্ট করা হয়।গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, মাটি-ফসল-ভিটেমাটি বিনষ্টকারী অবৈধ ড্রেজার মেশিন চলতে দেয়া যাবে না। কৃষি জমি সুরক্ষায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে আছে। তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

Daily Frontier News