Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘল করায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

রোববার ১৭ ডিসেম্বর কুমিল্লা-৫ বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ইসলামপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবু জাহের এর পক্ষে রঙিন ব্যানার টানিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,২০০৮ এর ১২ বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মো: আবির হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে ৫০০০/ ( পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ছামিউল ইসলাম।
এবং ব্যানারটি অপসারণ করা হয়েছে। একাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের চৌকস টিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Daily Frontier News