Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে এসিল্যান্ডের নেতৃত্বে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা আদায়

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

কুমিল্লার বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ পাইপ লাইন উচ্ছেদ করা হয়েছে।

বুধবার ২০ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর বারাইর গ্রামে প্রায় ১০০০ ফুট পাইপ লাইন অকেজো করা হয় এবং ২৬ টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের মাধ্যমে অপসরণ করা হয়।

এ সময় ১ইঞ্চি ব্যাসের ২৫টি পাইপ যা দৈর্ঘ্য ২০ ফুট করে মোট ৫০০ ফুট এবং ২৬টি লোকাল রেগুলেটর জব্দ করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগকারীদের মধ্যে ৩ জনকে প্রত্যেক কে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।

বাকী অবৈধ সসংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

একাজে সহযোগিতা করেন বাখরাবাদ গ্যাস, কুমিল্লা এর বিভিন্ন বিভাগের ডিজিএম গণ এবং বাখরাবাদ গ্যাস এর উপ-পরিচালক জনাব আব্দুর রউফ।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা পুলিশের চৌকস টিম।

Daily Frontier News