নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে আটককৃত চোরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ইউপি সদস্য মোস্তফা কামাল ও গ্রাম পুলিশ শামিম হোসেনের বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার হেসাখাল ইউপির উরপ চাউল গ্রামের পারভেজের ঘরে চোর চক্র প্রবেশ করে জিনিসপত্র নিয়ে পালানোর সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার করলে চোর পুকুরে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে গণধোলাই দিয়ে হেসাখাল ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার মোস্তফা কামাল ও একই ওয়ার্ডের গ্রাম পুলিশ শামিম হোসেনের হাতে হস্তান্তর করে। ইউপি মেম্বার ও গ্রাম পুলিশ চোরকে থানায় দেওয়ার কথা বলে গোপনে চোরকে ছেড়ে দেয়।
সাবেক ইউপি সদস্য একরামুল হক বলেন, চোর আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরকে বর্তমান ইউপি মেম্বার মোস্তফা কামালের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তিনি চোরকে কি করেছে তা আমার জানা নেই।
অভিযুক্ত ইউপি মেম্বার মোস্তফা কামাল বিষয়টি শিকার করে বলেন, আমি গ্রাম পুলিশকে বলেছি তাই সে ছেড়ে দিয়েছে।
হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার বলেন, আমি বিষয়টি জেনেছি, রবিবার অফিসে মেম্বারকে জিজ্ঞেসাবাদ করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics