মাসুম মির্জা নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ-
ব্রাক্ষণবাড়িয়ায় নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদের খোলা বালু মহালে ২১শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ জাহান। এসময় নির্ধারিত সীমানার বাহিরে থাকায় ৫ টি ড্রেজার (১)খাজা গরিবে নেওয়াজ লোড ড্রেজার,(২)মেঘনার আলো ড্রেজিং প্রকল্প,
(৩) মায়ের দোয়া ড্রেজিং প্রকল্প(৪) শাহপরান-২
(৫) তিন তারা ড্রেজিং প্রকল্পকে জব্দ করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ড্রেজারগুলো বন্ধ রাখা হবে মর্মে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। ইহা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে সতর্ক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ জাহান বলেন- জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics