প্রেসবিজ্ঞপ্তি ৯.১২.২৩
নেত্রকোনা-৪ আসনে রিটার্নিং অফিসার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান রর প্রার্থীতা বৈধ ঘোষনাকে চ্যালেঞ্জ করে একই আসনে জাসদ মনোনীত দলীয় প্রার্থী জনাব মোঃ মুশফিকুর রহমান নির্বাচনী আইন অনুযায়ী আজ ৯ ডিসেম্বর শনিবার বিকাল ৩.৫০ ঘটিকায় নির্বাচন কমিশন বরাবর আপীল করেছেন। আপীলে বলা হয়েছে, জনাব সাজ্জাদুল হাসান ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(১) অনুযায়ী “প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকুরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর যদি তিন বছর অতিবাহিত না হয়ে থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।” একই বিষয়ে মহামান্য হাইকোর্টও গত ৪ ডিসেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ কে সমুন্নত রেখে একই রায় দিয়েছেন। রিটার্নিং অফিসার কর্তৃক জনাব সাজ্জাদুল হাসান এর মনোনয়নপত্র আইনের খেলাপ করে বৈধ ঘোষণার বিরুদ্ধে উপরোক্ত আপীল, নির্বাচনী আপীল নং ৫৬০/২০২৩ এর শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২.০০ঘটিকা হতে ০১.০০ ঘটিকা পর্যন্ত।
বার্তাপ্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক
যোগাযোগ: আপীলকারী প্রার্থী মোঃ মুশফিকুর রহমান: ০১৭৬০৭০৬৪৩৬
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics