এসএম রুবেল
চাঁপাইনবাবগঞ্জ:প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ শফিকুল ইসলাম লাদেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামে তার নিজেত বাড়িতে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার(১৩ এপ্রিল) বেলা ১২ র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব ৫ ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার।
তিনি তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামে একটি বাড়ির পিছনে বিপুল পরিমাণ হেরোইন লুকানো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ র্যাম্প ও ৫৩ বিজিবি সদস্যরা ওই স্থানে অভিযান চালায়।
এসময় গ্রেফতারকৃত শফিকুল ইসলাম লাদেনের বসত বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকের পিছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় সাত কোটি ১০ লাখ টাকা।
এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন, র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির,কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ও সহযোগিতা করেছেন ৫৩ বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পে টহল দল।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের পোলডাঙ্গা সীমান্তে দিয়ে হিরোইনের একটি বিশাল চালানের তথ্য ক্যাম্পের আভিযানিক দলের কাছে ছিল। এ তথ্যের উপর ভিত্তি করে দীর্ঘদিন ধরে ক্যাম্পের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছিল। কিন্তু সীমান্তের দুর্গম এলাকায় আসামির বসবাস এবং উক্ত এলাকায় তার শক্তিশালী সিন্ডিকেটের কারণে তাকে কোনোভাবেই ইফতার করা যাচ্ছিলনা। পরবর্তীতে ক্যাম্পের গোয়েন্দা দলের অক্লান্ত পরিশ্রমে নদীপথে মোটরচালিত নৌকা যোগে ছদ্মবেশে চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মাদক আমদানির গডফাদার হিসেবে পরিচিত। হেরোইন চোরাচালানের অভিযোগে তার তার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics