আহসান হাবীব স্টাফ রিপোর্টার
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় হুমকির মুখে পড়েছে হাজার হাজার মানুষের চলাচলের পাকা রাস্তা।
উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ২ং ওয়ার্ডে হারিছ চৌধুরী বাজার থেকে অলি উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা ও খাল, সেই খাল থেকে অবৈধভাবে মাটি কেটে বাড়ি ভরাট করছে অত্র ওয়ার্ডের মরহুম হাজী ছিদ্দিক উল্যাহ মিয়ার পুত্র সাইফুল ইসলাম(৪০)। এতে খালের পাড় ভেঙে হাজার হাজার মানুষ ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের চলাচলের এক মাত্র পাকা রাস্তাটি হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম সরকারি খাল থেকে গভীর গর্ত করে মাটি কেটে রাস্তাটি হুমকির মুখে ফেলে দিচ্ছে, আমরা তাকে বাঁধা প্রধান করি, সে আমাদের বাঁধা না শুনে আবারও মাটি কাটতে শুরু করাই আমরা বিষয়টি স্থানীয় মেম্বারকে অবহিত করি।
স্থানীয় মেম্বার আব্দুল হালিম জানান, সাইফুল সরকারি রাস্তার পাশের খাল থেকে মাটি কাটার খবর শুনে চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু’র নির্দেশে গ্রাম পুলিশ পাঠিয়ে মাটি কাটার কোদাল জব্দ করি এবং অবৈধভাবে সরকারি খাল থেকে মাটি না কাটার জন্য সতর্ক করি।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে খালে মাটি কাটার কথা স্বীকার করে সাইফুল ইসলাম জানান, স্থানীয় মেম্বার এসে খালে মাটি কাটতে নিষেধ করেছেন, এরপর থেকে আমি আর মাটি কাটিনি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics