Daily Frontier News
Daily Frontier News

সাতছড়ি থেকে সেগুন কাঠ পাচার হওয়ার সময় আটক করলেন পুলিশ সুপার মুরাদ আলী

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট থেকেঃ-

 

সাতছড়ি থেকে দিনের বেলা পাচার হওয়ার সময় সেগুন কাঠ আটক করেন হবিগঞ্জের ডায়নামিক পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

(২১ জুন)বুধবার বিকালে চুনারুঘাটের দেউন্দি চা বাগান এর ১২ নম্বর সেকশন দিয়ে ৬/৭জনের চোরদল সেগুন গাছের টুকরা নিয়ে যাচ্ছিল।এ সময় স্থানীয় ২জন সংবাদকর্মী গাছ গুলো কোথায় থেকে নিয়ে আসছেন,জিজ্ঞেস করা মাত্র গাছ রেখে তারা দৌড়ে পালিয়ে যায়।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা ড.জাহাঙ্গীর আলম কে ফোন দিলে তিনি স্থানীয় তেলমাছড়া বিট অফিসার কে বিষয়টি জানান। কিন্তু রহস্যজনক কারণে বিট অফিসার হাবিবউল্লাহ যথা সময়ে আসেন নি।পরে হবিগঞ্জের ডায়নামিক পুলিশ সুপার এসএম মুরাদ আলী কে জানালে তিনি, দ্রুত পুলিশ পাঠিয়ে সেগুন কাঠ গুলো উদ্ধার করেন।

চুনারুঘাট থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা, সেকেন্ড অফিসার ফজলে রাব্বি সহ একদল পুলিশ মুল্যবান গাছ গুলো উদ্ধার করে রাতে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

দেউন্দি চা বাগানের ডেপুটি ম্যানেজার দেবাশিষ ভট্রাচার্য বলেন প্রায় প্রতিদিনই তাদের বাগানের উপর দিয়ে গাছ পাচার হয় কিন্তু তার চাকুরী ও জীবনের ভয়ে নিরব থাকেন।উল্লেখ্য সাতছড়ি রেঞ্জের বন কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন সাতছড়ি থেকে ১৮ কিলোমিটার দূরবর্তী পৌর শহর চুনারুঘাটে স্ত্রী সন্তানকে নিয়ে আরাম-আয়েশে জীবন যাপন করছেন
অন্যদিকে খোওয়া যাচ্ছে সাতছড়ি বনের মূল্যবান সম্পদ।

Daily Frontier News