Daily Frontier News
Daily Frontier News

সাংবাদিক জাহির এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত বিচার টাইব্যুনালে মামলা। প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

 

 

চুনারুঘাট প্রতিনিধিঃ

 

সাতছড়ি বন থেকে সেগুন কাঠ পাচারের সময় আটক ও সংবাদ প্রকাশের জের ধরে ক্রাইম রির্পোটার আব্দুল জাহির এর উপর দুদফা হামলার ঘটনায় কোর্টে মামলা দায়ের হয়েছে।
(২৫ জুন) রবিবার হবিগঞ্জের দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন সাংবাদিক আব্দুল জাহির মিয়া। বিজ্ঞ বিচারক মামলাটি এফআইআর ভুক্ত করার জন্য চুনারুঘাট থানাকে নির্দেশ প্রদন করেন।
এদিকে ২৫ জুন রবিবার বিকালে আমুরোড বাজারে সাংবাদিক ও এলাকাবাসীরা মানববন্ধন করেছে।বক্তারা সাংবাদিক জাহিরের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করার দাবী জানান।এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল সাতছড়ি ও রেমা কালেঙ্গা রক্ষায় বন খেকু সহ রাজনৈতিক চত্রছায়ায় গাছপাচার চক্রদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবী জানান। তারা বলেন,চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ বিভিন্ন কাজে পৌর শহরে আসে কিন্তু কথিপয় সন্ত্রাসীরা তাদের কে গায়ে পড়ে ঝগড়া সৃষ্টি করে।মানুষের সাথে সন্ত্রাসী কার্যকলাপ করে।তারা এই সন্ত্রাসী থেকে পরিত্রান চান।
বিকালে মানববন্ধনে উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু’র পরিচালনায় – বক্তব্য রাখেন, আহম্মদাবাদ ইউনিয়ন আ’ওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাংবাদিক আঃ জাহিরের বড় ভাই তাহির মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য,রমজান আলী,উস্তার মিয়া ও হুরাই মিয়া,দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মামুন চৌধুরী,বাংলা টিভি’র চুনারুঘাট প্রতিনিধি মুতাব্বির হোসেন কাজল,সাবেক মেম্বার দুলাল ভুইয়া প্রমুখ।

Daily Frontier News