Daily Frontier News
Daily Frontier News

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ জন বাংলাদেশী নাগরিক আটক 

 

ওমর সিনিয়র বিভাগীয় ব্যুরোচীফ সিলেট-চট্টগ্রাম বিভাগ:-

 

.      জেলা হবিগঞ্জ মাধবপুরে ৭ই জানুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ৭:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯২/২৪-এস হইতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর নামক স্থান হতে ২ জন বাংলাদেশী নাগরিক কে অবৈধভাবে ভারতে গমন কালে আটক করে ।

.      আটককৃত (ক) শ্রী অনিল পাল (৭০), পিতাঃ মৃত নিমাই পাল, গ্রামঃ জগতপুর, পোষ্টঃ চান্দুরা, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।(খ) পারুল বালা (৬০), (শ্রী অনিল পাল এর স্ত্রী), পিতাঃ মৃত অশ্বিনী পাল, গ্রামঃ জগতপুর, পোষ্টঃ চান্দুরা, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

.     আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের আগরতলায় চিকিৎসার উদ্দেশ্যে গমন করার সময় ৭ই জানুয়ারি ২০২৫ইং তারিখ ধর্মঘর বিওপির টহল দলের নিকট আটক হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে কোন প্রকার মালামাল পাওয়া যায়নি। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

.     লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি (অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Daily Frontier News