স্টাফ রিপোর্টার:-
গাজীপুরের শ্রীপুরে অবরোধ বিরোধী মিছিল শেষে বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।(২ নভেম্বর)বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের ভিতরে শতাধিক চেয়ার,টেবিল ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ কার্যালয়ে থাকা অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।টেংরা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের পিয়ন সজল জানান,টেংরা বাজারে আওয়ামী লীগের একটি মিছিল শেষে নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে এলোপাতাড়ি ভাঙচুর ও হামলা চালায়। এ সময় আমি ভাঙচুরে বাধা দিলে ওরা আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে আমাকে অনেক আহত করে প্রাণনাশের হুমকি দিয়ে সরিয়ে দেয়। আমাদের একজন লোক ভিডিও ধারণ করতে গেলে তাঁর মোবাইল ফোন কেড়ে নেয়। অফিসের সমস্ত কিছু ভাঙচুর করেছে আওয়ামী লীগের লোকজন।সরেজমিনে দেখা যায়,টেংরা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের অফিসে শতাধিক প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে।এলোপাতাড়িভাবে পড়ে রয়েছে ভাঙা চেয়ার, টেবিলের ভাঙা গ্লাস।খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মাটিতে পড়ে রয়েছে।বড় একটি টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে রাখা হয়েছে।প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ছড়ানো-ছিটানো রয়েছে।এ বিষয়ে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়াকত ফকির বলেন,আমরা বাজারে মিছিল করেছি।বিএনপির দলীয় কার্যালয়ে কে বা কারা ভাঙচুর করেছে এ বিষয়ে বলতে পারব না। বিএনপির অভিযোগ সম্পন্ন মিথ্যা।শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন,আজ সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল শেষে টেংরা বাজারের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে অফিসের আসবাবপত্র,চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ছিঁড়ে ছিটিয়ে এলোমেলো করে ফেলে দেয়।অফিসের পিয়নকে ওরা মারধর করেছে।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম বলেন,এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় পুলিশকে অবহিত করেনি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics