Daily Frontier News
Daily Frontier News

শাসনগাছা বুড়িচং সড়কে দ্বিগুণ ভাড়া আদায়, বিক্ষুব্ধ যাত্রীরা

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

শাসনগাছা টু বুড়িচং সড়কে সিএনজি ভাড়া
ইচ্ছামতো আদায় করছেন চালকরা। বিশেষ করে আছর নামাজের পর ৩০টাকার ভাড়া ৫০ টাকা, নিচ্ছেন। প্রতিবাদ করলেই তাদের হাতে লাঞ্ছিত হতে হয় যাত্রীদের। এ নিয়ে পথচারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
পথচারীরা জানান শাসনগাছা টু বুড়িচং সড়কে সিএনজি চালকরা প্রশাসনের নির্ধারিত ভাড়া ৩০ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে ৫০/৬০ টাকা করে। এই ভাড়া আবার রাত ৮টার পর হয়ে যায় ৮০/১০০ টাকা। এ যেনো মরার ওপর খড়ার গা। শাসনগাছা টু বুড়িচং সড়কে যানযটের অজুহাত দেখিয়ে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে বলে রয়েছে নানা অভিযোগ। প্রতিবাদ করলেও মিলছে না কোনো প্রতিকার। এতে করে যাত্রীরা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে এর জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সিএনজি নৈরাজ্যের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। সুমন নামে এক যাত্রী বলেন মাগরিব নামাজের পর বুড়িচং যেতে চেয়েছিলাম চালকরা ভাড়া চান ৬০ টাকা। এ নিয়ে তার সাথে বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে বাধ্য হয়ে ৬০ টাকা দিয়েই আসতে হয়েছে।

Daily Frontier News