Daily Frontier News
Daily Frontier News

শত্রুতার জেরে খামারে বিষ প্রয়োগ মারা গেলো ৩০০ হাঁস

 

তপন দাস
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে খামারে বিষ প্রয়োগ করে ৩০০ শত হাঁসের বাচ্চাকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। আজ সকালে নীলফামারীর সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে এই ঘটনাটি ঘটে । এতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুরে। এবিষয়ে হাসের খামারের মালিক মোহাম্মদ নুরুজ্জামান হোসেন নুরুর সাথে কথা হলে তিনি বলেন পূর্ব শত্রুতার সূত্রপাত ধরে কেউ এই ঘটনা টি ঘটিয়েছে এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে , তিনি আরো বলেন আমার খামারে থাকা ৫০০ শত হাঁসের বাচ্চার মধ্যে ৩০০ শত হাঁসের বাচ্চা মারা গেছে আর বাকি আছে মাত্র ২০০ শত আর সেগুলোর অবস্থা ও খারাপ এখন বাকি হাসের বাচ্চা গুলো বাচবে কি না জানি না তবে সেগুলোকে বাচানোর চেষ্টা করছি এদিকে নুরুজ্জামান হোসেন নুরু এর বড় ভাই ফয়জুল ইসলাম বলেন গতকাল রাতে আমরা দুভাই একসাথে খামারের হাস গুলো কে দেখে আসি ও খাবার দিয়ে আসি কিন্তু আজ সকালে খামারে গিয়ে আমার ছোট ভাই দেখে ৩০০ শত হাঁসের বাচ্চা মারা গেছে । এদিকে কয়েকজন পল্লী পশু চিকিৎসক জানান আমরা ঘটনাটি জানার পর ঘটনাস্হলে আসি বিষয়টি দেখার জন্য, ঘটনাস্থলে এসে আমরা যে বিষয়টি দেখি যে আসলে সেটি খুব কষ্ট দায়ক কারন কেউ বা কাহারা হাসের খামারে থাকা খাবারে বিষ প্রয়োগ করে গেছে । এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বিষয় টি নিশ্চিত করে বলেন আজ সকালে আমরা খবর পাই যে পঞ্চপুকুর ইউনিয়ন এর উত্তরশশী নামক এলাকায় একটি হাসের খামারের ৩০০ হাসকে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে । তবে এখন পর্যন্ত এবিষয়ে কেউ আমাদের কে কোন লিখিত অভিযোগ দেয়নি বা আমরা পাইনি কেউ অভিযোগ দিলে বা অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Frontier News