আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি ঃ-
সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, মহাসড়কে যেকোন নাশকতা দমনে পুলিশ হার্ডলাইনে রয়েছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। (২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেন, হরতাল অবরোধের নামে মহাসড়কে কোন ধরনের বাঁধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বিচ্ছিন্ন দুই-এক জায়গায় তারা গাড়ি পোড়াচ্ছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাই অবরোধে সাধারণ মানুষের জীবনযাপন সহজ করতে পুলিশ জনগণকে সকল ধরনের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
স্বাভাবিক চলাফেরা করা জনগণের মৌলিক অধিকার। দেশের জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশের আইনি দায়িত্ব। নাগরিকরা চলাফেরার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে বা আইনি সহায়তার প্রয়োজন হলে নিকটস্থ পুলিশের সাথে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান ।
একদফা দাবিতে বিএনপি, জামায়াত এর ডাকা টানা তিনদিনের অবরোধের তৃতীয় দিনে জেলার বিভিন্ন থানা এলাকা তিনি পরিদর্শন করেন। এসময় পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস সামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী, বাহুবল সার্কেল মো: আবুল খয়ের, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মাঈনুল ইসলাম ভূঞা, চুনারুঘাট থানার পুলিশ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics