মোঃ জিয়াদুল হক বাবু,বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাচারের সময় ৩ হাজার কেজি ( ৬০) বস্তা এম ও পি সার জব্দ করা হয়েছে।এসময় পাচারে ব্যবহৃত পিকআপ ও এর সাথে জড়িত সজিব মিয়া (২৫) কে আটক করা হয়েছে।আজ সোমবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের রামপুর নামক স্থান থেকে আটক করা হয়েছে।উপজেলা কৃষি অফিসার মো: শাব্বির আহমেদ জানান,বিজয় নগর উপজেলার চর ইসলামপুর মেসার্স জাকির হোসেন ট্রেডার্স থেকে পিকআপ ভ্যানে করে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা ৩ হাজার কেজি সার আশুগঞ্জ উপজেলায় সজিব মিয়া নিয়ে যাচ্ছিল।এসময় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর থেকে পিকআপ সহ ওই সার জব্দ করা হয়। এব্যাপারে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics