মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের পয়াত সাকিনস্থ
গোবিন্দপুর কবরস্থানের সমানে তিন রাস্তা মোড়ের পাকা
রাস্তা উপর দিয়ে মাদক নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালানোর সময় ১২ কেজি গাঁজা এবং ১ টি পুরাতন সিএনজি গাড়ী যাহার রেজি নং- কুমিল্লা – থ- ১১- ৪৮৯৭ সহ ১মাদক কারবারিকে পুলিশ আটক করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি কালে এস আই দিবাকর বডুয়া ও এ এস আই নুরুল আমীন সহ সঙ্গীয় ফোর্স ষোলনল ইউনিয়নের পয়াত এলাকায় অভিযান চালিয়ে ১ মাদক কারবারিকে আটক করেন।
আটককৃত আসামি হল নোয়াব আলী (৩৫) পিতা – মৃত- আকমত আলী, গ্রাম – ভবানীপুর ,উপজেলা- বুড়িচং,জেলা- কুমিল্লা।
আসামির বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics