বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার কলমএম কে নূর আলম অনুসন্ধান প্রকাশঃবুড়িচংয়ে গভীর রাতে ঘুম থেকে এক প্রবাসীকে তুলে নিয়ে নির্যাতন,শেষে দেখতে গেলে স্ত্রীকেও দেবপুর ফাঁড়িতে আটক রেখে,রাত অনুমান রাত ২টায় স্বামী ইকবাল কে প্রাইভেট কারে তুলে বুড়িচং থানা হাজতে আটকে রাখেন সাব ইন্সপেক্টর (নিরস্ত্র)মোঃ রুহুল আমিন (85040184227),পরের দিন অর্থাৎ ৩ই জুন ২০২৩ইং বুড়িচং থানার মামলা নং০১/২০৪ ধারাঃ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ এ ইকবাল কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
এপ্রতিবেদকের সামনে থানার ডিউটি অফিসারের রুমে ছোট্ট শিশু কোলে (ইকবালের স্ত্রী)পারভীন কান্না জড়িত কন্ঠে জানান,পারিবারিক বিরোধের জের ধরে পুলিশকে টাকা দিয়ে রাতে আমার স্বামীকে কথা আছে বলে গড়িতে তুলে দেবপুর ফাঁড়িতে নেয়,আমি দেখতে গেলে আমাকেও আটক করেন।রাত আড়াই টায় আমাকে ছাড়ে,এবং আমার স্বামীকে বুড়িচং থানায় নিয়ে আসেন এসময় ডিউটি অফিসার এএসআই জাহাঙ্গীর দ্বায়িত্বে।কথা বলার এক পর্যায়ে মুন্সি এসে আমাকেও তার রুমে ডেকে নিয়ে একটি কাগজ দেখিয়ে বলে পারভীন আপনার স্বামীর সাথে আপনার নামে মামলা দায়ের হচ্ছে।নগদ ৬২০টাকা দিয়ে মুন্সির কাছ থেকে ফটো কপি সংগ্রহ করে পারভীন।
আজ বিকেলে আদালত থেকে জামিনে বের হয়েই ইকবাল এপ্রতিবেদক কে জানান, আমি ওমান থেকে গত ২৭তারিখ দেশে আসি আমার বয়োবৃদ্ধ পিতা মোঃরশিদ(বীর মুক্তিযোদ্ধা)ক্যান্সারে আক্রান্ত বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি,পুলিশ আমাকে(ইকবাল কে)চালান দেওয়ার খবর শুনে বাবা আরও অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয়দের কাছ থেকে প্রকাশঃবুড়িচংয়ের ৮নং ভারেল্লা উত্তরইউনিয়নের পশ্চিম সিংহ গ্রামের আব্দুর রশিদের পুত্র ইকবাল(৩৫) এর ভাই বিল্লাল,আলম, আকতার ও জাকির আর বোন জাহানারা সহ তাদের পরিবার।গত দেড় বছর পূর্বে বোন জামাই মোর্শেদ এর অনৈতিক কাজের দ্বন্দ্ব শুরু হয় ইকবালের সাথে।এর জের ধরেই ভুয়া গায়েবী মামলার এঘটনা ঘটে।
গায়েবী মামলার বাদী মোর্শেদের স্ত্রী জাহানারা বেগম ৪জুন২০২৩ইং রাত ১০:৫৪মিঃ এপ্রতিবেদক কে মোবাইলে জানান,হাওলাত ৩০হাজার টাকা সংক্রান্ত বিরোধ।আমার ভাই ইকবাল চোর না জীবনে কোন দিন তাঁর বিরুদ্ধে অভিযোগ নেই।আমার বড় ভাই বিল্লাল ঢাকা ডিআইজি জহির স্যারের গাড়ি চালক, পুলিশ কেন চুরির মামলায় চালান দিল আমি জানিনা।
সাব ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন জানান,ইকবাল তার ভাইয়ের টাকা চুরি করেছে।
প্রতিবেদক বলেন,ভুক্তভোগীদের অভিযোগ-পারিবারিক বিরোধের জের ধরেই মিথ্যা বানোয়াট চুরির অভিযোগ, চুরির কোন প্রমাণ আছে কি না?
সাব ইন্সপেক্টর বলেনঃভাই বোনের কোন প্রমাণ লাগেনা।
প্রতিবেদক বলেন,রাত ২টায় একজন প্রবাসী ও তার স্ত্রীকে ঘর থেকে তুলে এনে আটক অতঃপর স্ত্রীকে ছেড়ে দিয়ে,পরবর্তীতে স্বামীকে কোর্টে চালান দেওয়া এবং মামলায় স্ত্রীকে আসামী করার বিষয়ে আপনার বক্তব্য কি জানতে চাইলে তিনি বলেন,এবিষয়ে ওসি স্যার জানেন,ওনার সাথে কথা বলেন।
অফিসার ইনচার্জ মোঃইসমাইল হোসেন এর রুমে তালা,যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হল না।
ঘটনার অধিকতর তদন্ত পূর্বক সত্য উদঘাটন সহ আইনের সুফল নিশ্চিত করতে ভুক্তভোগী ইকবাল ও স্ত্রী পারভীন জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দায়ের করছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics