Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৬ জন আটক সহ ৭২ কেজি গাঁজা উদ্ধার

 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ- 

 

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া ২২জুন ২০২৩ খ্রি. তারিখ ভোর ০৪.০০ঘটিকার সময়, বিজয়নগর থানা পুলিশ কর্তৃক একটি মাদকদ্রব্য বিরোধী অভিযানিক দল,  বিজয়নগর থানাধীন  ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর সাকিনে মন মিয়া’র ছেলে ধৃত আসামী সজল মিয়ার বাড়ীর দক্ষিণ পাশে সেলিম মিয়ার পশ্চিম ভিটির বসত ঘর হইতে ৬ জন সহ ৭২ কেজি গাজা উদ্ধার করা হয়।

.       আটককৃত আসামী (ক) সজল মিয়া (৩০), পিতা-মন মিয়া, সাং-কাশিনগর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
(খ) ফটিক চাঁন (২৮), পিতা-মজনু মিয়া, সাং-কাশিনগর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। (গ)সেলিম মিয়া (৩৫), পিতা-আবদুর রহমান, সাং-কাশিনগর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
(ঘ) মোঃ হাসান মিয়া (৪২), পিতা-আমির হোসেন, সাং-নয়নপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। (ঙ) আহাদ মিয়া, (৩০), পিতা-মনু মিয়া, সাং-উলচাপাড়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।(চ) মাসুম মিয়া (৪৫), পিতা-হিরা মিয়া, সাং-ভৈরবপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ দখল ও হেফাজত হইতে ৭২ কেজি গাঁজা উদ্ধার করতঃ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

.     এ বিষয়ে বিজয়নগর থানা মাদকদ্রব্য আইনে মামলার রজু হয় । আসামীদেরকে কোর্ট হাজতে সপোর্দ করা হয়।

.    বিজয়নগর থানা অভিযানিক দল সংশ্লিষ্ট মাদকদ্রব্য উদ্ধারে কর্মরতরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে ও থাকবে ।

Daily Frontier News