মোঃ মাহাবুব আলম
রিপোর্টার
নির্বাচন পদ্ধতি সংস্কার ও গণতন্ত্র সুরক্ষার দাবীতে মানববন্ধন
নির্বাচন পদ্ধতি সংস্কার ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় আর সুষ্ঠ নির্বাচন না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে না-আলোচনায় বক্তারা
অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জনমত পার্টির আয়োজনে নির্বাচন পদ্ধতি সংস্কার ও গণতন্ত্র সুরক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মাববন্ধনে বক্তারা বলেন- বাংলাদেশ ৫৩ বছর অতিক্রম করেছে এ যাবৎকাল যতবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব নির্বাচন প্রশ্নবৃদ্ধ, কোন নির্বাচনই সুষ্ঠ হয়নি অভিযোগ রয়েছে বারংবার। তাই পুরাতন দাছের নির্বাচন পদ্ধতি সংস্কার করা সময়ের দাবি। বক্তারা আরো বলেন- নির্বাচন কমিশন শুধু নির্বাচন আয়োজন করে। কিন্তু সুষ্ঠভাবে পরিচালনা করে না। বিতর্কিত নির্বাচন বারংবার সৃষ্টি করছে।
বক্তারা বলেন- নির্বাচন পরিচালনা করেন নির্বাহী বিভাগ, ভোটার তালিকা তৈরী ও তফসিল ঘোষণা ছাড়া নির্বাচন কমিশনের হাতে আর কিছু নেই। এই নির্বাচন পদ্ধতি সংস্কার ছাড়া কোন সংস্কারই সম্ভব নয়। সুষ্ঠ নির্বাচনই পারে গণতন্ত্র সুরক্ষা দিতে, সুষ্ঠ দেশ হলে দুর্নীতির প্রভাব মুক্ত হবে আশাবাদি। বাংলাদেশ জনমত পার্টির আহ্বায়ক সুলতান জিসান উদ্দিন প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি এম. নাজিম উদ্দিন আল আজাদ সাবেক ধর্মমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী, বিশেষ
অতিথি সাবেক ছাত্রনেতা মোহাজ্জম খান মজলিস ৬৯ গণ আন্দোলনের নেতা। মোঃ আতাউল্লাহ খান, সভাপতি, বাংলাদেশ গণ
আজাদি লীগ, আইন উপদেষ্টা বাংলাদেশ জনমত পার্টি এডভোকেট সাদেক মিয়া ভালুকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- নির্বাচনে ভোট দিবে দলীয় প্রতীককে কোন প্রার্থী কে নয়। ভোটের আনুপাতিক হারে যে দল। জয়ী হবে, সেই দল সরকার গঠন করবে। ভোটে- দ্বিতীয় অবস্থানকারী দল, প্রধান বিরোধী দল হিসেবে সংসদে দায়িত্ব পালন করবে। নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারনে নীতিমালা প্রনয়ন করতে হবে। ব্যবসায়ীদের নির্বাচনী প্রভাবমুক্ত প্রার্থী হিসেবে বিরত রাখতে হবে। কালো টাকার প্রভাব ও পেশীশক্তির দৌরাত্বকে অযোগ্য ঘোষণা করতে হবে।
বাংলাদেশ জনমত পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নেতা এম এ মনসুর, ডা: আতিকুর রহমান, মিসেস নুরুন্নাহার খান, সভানেত্রী বাংলাদেশ মহিলামত পার্টি, মোঃ জয়নাল আবেদীন, সভাপতি-বাংলাদেশ শ্রমিকমত পার্টি, মোঃ দ্বীন ইসলাম হট্ট-সাধারন সম্পাদক-বাংলাদেশ শ্রমিকমত পার্টি, মোঃ নুরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক-বাংলাদেশ জনমত পার্টি (ঢাকা দক্ষিণ)।
এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ মোখলেছুর রহমান, সভাপতি বাংলাদেশ উন্নয়ন পার্টি, মাওলানা ওবায়দুল হক-সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, রহিম শেখ-চেয়ারম্যান বাংলাদেশ পঞ্চায়েত পার্টি।
এছাড়া দলীয় কর্মসূচী হিসেবে নির্বাচন পদ্ধতি সংস্কার ও গণতন্ত্র সুরক্ষার দাবীতে বাংলাদেশ জনমত পার্টি দেশব্যাপ্টী সাংগঠনিক
প্রচারপত্র বিতরন করবেন।
বার্তা প্রেরক
(ডাঃ মোঃ আতিকুর রহমান)
সদস্য দপ্তর
বাংলাদেশ জনগণ পার্টি
01841265082
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics