Daily Frontier News
Daily Frontier News

পীরেরগাওয়ে চলাচলের রাস্তায় পাকা দেয়াল নির্মান নিয়ে উত্তেজনা

 

চুনারুঘাট প্রতিনিধি:-

.      চুনারুঘাট উপজেলার রানিগাও ইউনিয়নের পীরেরগাও এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তায় পাকা দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকার মো: সৈয়দ আলী জানান, শতবছরের চলাচলের রাস্তা আমাদের প্রতিপক্ষ হাজী কবির মিয়া,ফারুক মিয়া সহ তার লোকজন জোরপূর্বক দখল করে পাকা দেওয়াল নির্মান করছে। এতে করে আমাদের প্রায় ২০ টি পরিবারে চলাচলে মারাত্মক হুমকির মুখে পড়েছি । আমরা গতকাল শনিবার ওয়াল নির্মানে বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই ২০টি পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এবিষয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন জানান, ঘটনা আমি শুনেছি এবং স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি সমাধানের জন্য বলে দিয়েছি।

Daily Frontier News