Daily Frontier News
Daily Frontier News

পলাশে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেস্টা

 

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী উপজেলার পলাশ থানা যুবলীগ নেতা রাসেদুল ইসলাম রাসেদকে ছুরি দিয়ে বারবার আঘাত করে হত্যার চেস্টা চালায় কাউয়াদী গ্রামের মাদক সম্রাট মামুন।
জানাযায়, গত ৩১ মে যুবলীগ নেতা রাসেদ পলাশ থেকে মোটর সাইকেলে তার বাড়িতে আসার সময় বালিয়া মোরে মোটরসাইকেল গতিরোধ করে কাউয়াদী গ্রমের ঘরজামাই সুলতানুদ্দিনের ছেলে মামুন।সে সময় রাসেদ কিছু বুঝে উঠার আগেই তার বুকে পিঠে ছুরি দিয়ে উপর্যুপরি আগাত করে পালিয়ে যায় মামুন।
উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেদ জানায়,মামুন এলাকায় মাদকের ব্যবসা করে।তার বিরুদ্ধে মাদক মামলা আছে। আমি মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে সে আমাকে বিভিন্ন সময় গালিগালাজ করত এবং মেরে ফেলার হুমকি দিত। গত বুধবার রাতে আমি পলাশ থেকে বাড়িতে যাওয়ার সময় রাতে বালিয়া মোরে মামুন আমার মোটরসাইকেল গতিরোধ করে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে ছুরি দিয়ে বুকে পিঠে মাথায় আঘাত করে। রক্তাক্ত আহত অবস্থায় এলাকাবাসী আমাকে হাসপাতলে নিয়ে যায়। এ ব্যাপারটা পলাশ থানা ওসি মহোদয় জেনেছেন। আমি সুস্থ হয়ে মামলা করব। যুবলীগ নেতা রাশেদ আরও জানায়, মামুন মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে তার সমস্ত টাকা তারই বড় ভাই কালা সুমনের কাছে। টাকার গরমে তারা যখন তখন মানুষকে মারধর করে ও হয়রানি করে। এব্যাপারে প্রশাসনের জোর হস্তক্ষে কামনা করছি।

Daily Frontier News