Daily Frontier News
Daily Frontier News

পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচ থেকে এক যুবকের মরাদেহ উদ্ধার ।

 

মো: মিজানুর রহমান মিন্টু
স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচে পড়ে থাকা মেহেদী হাসান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মরদেহটি উদ্ধার করা হয়।
মেহেদী হাসান ঠাকুরগাঁও জেলা শহরের নিশ্চিন্তপুর গ্রামের মৃত সাফায়াতুল্লাহ পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, দুপুরে করতোয়া নদীতে নূরি পাথর তুলার সময় পাথর শ্রমিকরা সেতুর নিচে এক যুবককে পড়ে থাকতে দেখে।
এসময় কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Frontier News