আবদুস ছাত্তার মিয়া ক্রাইম রিপোর্টার:
গত: ১৮/০৬/২০২৩ইং তারিখ আনুমানিক দুপুর ০২.০০ ঘটিকার সময় নরসিংদী থানাধীন শীলমান্দি সাকিনস্থ ৮নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন আনু বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বাসায় আসিয়া উনাকে সরকারের পক্ষ হইতে মুক্তিযোদ্ধাদের মুজিব শতবর্ষ উপলক্ষে অনুদান দিবে বলিয়া ওনাকে ইউ ও.নো মহোদয় স্যার নাম পরিচয় দিয়ে বলেন এই মোবাইল নাম্বার ০১৮৯১৬০১৬৭৮ তে কল করিতে । তিনি মেম্বারের কথামতো উক্ত নাম্বারে কল করিলে ওনাকে অনুদান নেওয়ার জন্য ৬২,২০০/— (বাষট্টি হাজার দুইশত) টাকা পাঁচদোনা ব্যাংকের ম্যানেজারের মোবাইল নাম্বার ০১৯৫৯০৮৫৬২৯—তে ফোন করিয়া নগদে পাঠাইয়া দিতে বলে। পরবতীর্তে ইউ.ও নো নাম পরিচয় দানকারী ব্যক্তির কথামতো পাঁচদোনা সোনালী ব্যাংক ম্যানেজারের উক্ত নাম্বারে কল করিলে ওনাকে উক্ত টাকা পাঠাইলে ২(দুই) লক্ষ টাকা অনুদান দিবে বলিয়া জানায়। মুক্তিযোদ্ধা সাহেব পুনরায় ইউ ও নো পরিচয় দিয়ে ফোন করিয়া ওনাকে অনুদান পাওয়ার জন্য দ্রুত নগদে এ্যাপসে টাকা পাঠাইতে বলে। পরবতীর্তে পাঁচদোনা সোনালী ব্যাংকের ম্যানেজারের মোবাইল নাম্বার ০১৯৫৯০৮৫৬২৯ তে কথা বলিয়া তিনি দ্রুত ধার—দেনা করিয়া এজেন্টের দোকান হইতে কয়েক বারে সীম নং— ০১৯৫৯০৮৫৬২৯ তে সর্বমোট ৬২,২০০/— টাকা পাঠায় বলে প্রতিবেদক কে জানায়। পরবতীর্তে খোজ—খবর নিয়া জানতে পারেন উক্ত সীম নাম্বার গুলো ইউ. ও নো এবং পাঁচদোনা সোনালী ব্যাংক ম্যানেজারের নাম্বার নয়। অজ্ঞাতনামা ব্যক্তি ও ইউ.পি মেম্বার আনোয়ারের যোগসাজসে মুক্তিযোদ্ধার ৬২,২০০/— টাকা প্রতারনা করিয়া আত্মসাৎ করিয়াছে বলে বীর মুক্তিযোদ্ধা জানান। ভিক্টিম পরিবার অজ্ঞাতনামা প্রতারক ব্যক্তির এহের কর্মকান্ডে আতংকিত, ক্ষতিগ্রস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত। উক্ত বিষয়টি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গন্যমান্য লোকজনদের অবগত করিয়া নিরুপায় হইয়া থানায় আসিয়া তিনি একটি অভিযোগ দায়ের করে বলে জানান।এ ব্যাপারে প্রতিবেদক আনোয়ার মেম্বার এর কাছে জানতে চাইলে তিনি জানান , মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আমার কাকা। আমি মনে করেছি এটা ইউ.ও নো স্যারের নাম্বার। এজন্য আমি মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মক হকের বাড়িতে গিয়ে উক্ত নাম্বারটা দেই। যেহেতু ইউ ও নো স্যার আমাদের বস। আসলে এটা আমার ভুল হয়েছে। আমি এই নাম্বারটি যাচাই—বাছাই করা উচিত ছিল। ভিক্টিম পরিবারসহ এলাকাবাসী উক্ত প্রতারনার বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষন সহ শ্রীঘ্রই যেন খোয়া যাওয়া টাকা এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রতারকদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics