Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী বাজার বণিক সমিতি কমিটির মেয়াদ উত্তীর্ণ সভাপতি বাবুল সরকারের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত

 

আ: ছাত্তার মিয়া নরসিংদী:

আজ ৮ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় নরসিংদী সদর উপজেলা মোড় প্রেস ক্লাবের সম্মুখে নরসিংদী বাজার বণিক সমিতি ব্যবস্থাপনা কমিটির মেয়াদ উত্তীর্ণ সভাপতি বি.এন.পি নেতা বাবুল রকারের বিরুদ্ধে মানব বন্ধন করেছে নরসিংদী বাজারের ব্যবসায়ীগণ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, গত ২৯/০২/২০২০ইং তারিখে নরসিংদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ উত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বি,এন,পি নেতা জনাব বাবুল সরকার। আজ প্রায় পনের বছর যাবত নরসিংদী বাজারে তিনি অরাজকতা সৃষ্টি করে রেখেছেন। তার কার্যকালে বাজারে চুরি, ডাকাতি, ছিনতাই, বাজারে ভিট বেচাকেনায় হস্তক্ষেপ, বিচার—শালিশীতে অর্থ গ্রহণ, মৃত ব্যক্তির বিচার থেকেও তিনি উৎকোচ গ্রহণ করেন। বাজারের গোড় পট্টি মোড়, জুতাপট্টির মোড়, বণিক পট্টির মোড়, হাজীপুর লোহার ব্রীজের মোড় সহ বিভিন্ন স্থানে যানজট, প্রতিকার নেই। তিনি বিভিন্ন কোম্পানির এজেন্ট। নিম্নমানের মালামাল বিভিন্ন দোকানদারকে বাধ্য করেন বিক্রি করতে। যদি কেহ অনিহা প্রকাশ করে। তাহলে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিভিন্ন অলিতে গলিতে দোকান বসিয়ে চাঁদাবাজি, বাজারের ব্যবসায়ীগণ তার কাছে জিম্মি, ব্যবসায়ীগণ সকলেই অতিষ্ট। সকলেই তার অপকর্ম হইতে মুক্তি চায়।
মানববন্ধনকারী বক্তাগণ নরসিংদী সদরের মাননীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, অফিসার ইনচার্জ, নরসিংদী সদর থানা সকলের প্রতি সবিনয় অনুরোধ করেন নরসিংদী বাজারে বণিক সমিতির নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন করার জন্য।
তারা আরও বলেন, বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাহা বিলুপ্ত ঘোষনা করে, বাজারের ব্যবসায়ীদের বাবুল সরকারের কবল হইতে মুক্ত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিলে ব্যবসায়ীগণ উপকৃত হবে।

Daily Frontier News