Daily Frontier News
Daily Frontier News

নরসিংদীতে মুক্তিযোদ্ধা পল্লীতে রাস্তা অবরোধে মানববন্ধন অনুষ্ঠিত

 

আ: ছাত্তার মিয়া নরসিংদী:

 

নরসিংদীতে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়ার দাবি ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়।

গত: রোববার (২৫ জুন) সকাল ১০ টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রায় ঘণ্টাব‍্যাপী চলা এ মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা পল্লীর মুক্তিযোদ্ধা, মেহেড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় আওয়ামীলীগের নেতবৃন্দসহ সর্বস্তরের জন সাধারণ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, অবিলম্বে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেওয়া সহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম মিয়া, ইউপি সদস্য দানিছুর রহমান দানা, ইউপি সদস্য সুজিত মেম্বার, ইউপি সদস্য নিতিশ চন্দ্র বনিক, ইউপি সদস্য আতাউর প্রধান, ইউপি সদস্য তাহের আলী আওয়ামী লীগ নেতা সাইদ হাসান কাজল, যুবলীগ নেতা কামাল হোসেন ফিরুজ মিয়া ও গিয়াস উদ্দিন প্রমুখ।

Daily Frontier News