মাসুম মির্জা নবীনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা থেকে আব্দুল কাদিরের ছেলে মাসুদ হত্যার প্রধান আসামি হালিম মিয়াকে শনিবার সন্ধ্যায় আটক করে নবীনগর থানা পুলিশ । এ সময় তার হাতে হাতকড়া পড়ানোর সময় এএসআই আসরাফুল আরিফের হাতে কামড় দিয়ে সে পালিয়ে যায়। এ ঘটনায় আসামীকে পালিয়ে যেতে সহযোগিতা করায় জামাল মিয়ার ছেলে বিজয় মিয়াকে আটক করা হয়।রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ভিপি মারুফ গ্রাম পুলিশের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।তবে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল সিরাজুল ইসলাম বলেন,এরকম একটি ঝামেলার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।
উল্লেখ্য ২০২১ সালের ২৫(নভেম্বর) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক, খাগাতুয়া গ্রামের বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে মাসুদ হত্যাকাণ্ডের প্রধান আসামী হিসেবে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো হালিম মিয়া।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics