Daily Frontier News
Daily Frontier News

দালাল চক্রের মূল হোতা  কাজল হতে সাবধান, তাকে দেখলে সাথে সাথে স্থানীয় প্রশাসনকে জানান

 

 

ক্রাইম রিপোর্টারঃ-

 

নরসিংদী সদর উপজেলা শীলমান্দী ইউনিয়ন পরিষদের ওয়ারিশ সনদপত্রের জালিয়াতকারি ও একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি দালাল কাজল গতঃ ১১ ই জানুয়ারি রোজ বুধবার দুপুর ২ ঘটিকায় ধুমকেতু মাঠে শীলমান্দি ইউনিয়নের সাধারণ এলাকাবাসী তাকে আটক করে তারপর সে অবস্থার বেগতি দেখে দৌড়াইয়া শীলমান্দী ইউনিয়ন ভূমি অফিসে ভিতরে আত্মগোপন করে। এলাকাবাসী যখন ভুমি অফিসের দরজায় ও আশেপাশে অবস্থানে নেয় তখন সে কৌশলে তার ২ জন আত্মীয় ও একজন সংবাদকর্মী কে ফোন দিয়ে নিয়ে আসে। সূত্রে জানা যায় তার আত্মীয় দুইজন সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় এলাকাবাসী সাধারণ লোকজনকে ভয়-ভীতি দেখালে তারা অনেকে ভয়ে কেঁটে পড়ে তখন ভূমি অফিসের ভিতরে বিভিন্ন জাল জালিয়াতি ও একাধিক মামলার আসামি দালাল কাজলকে আটকের কথা অন্যান্য সংবাদ কর্মীকে জানালে তারা ভূমি অফিসের বাইরে অবস্থান নেয়,বেলা আনুমানিক বিকাল ৩ঃ৩০ মিনিটে সময় প্রতারক দালাল কাজল মিয়ার আত্মীয় পরিচয়দানকারী ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ লোকজন জানায় যে সংবাদকর্মী কে ফোন দিয়ে ভূমি অফিসের ভিতরে নিয়ে আসে এবং ঐ সংবাদকর্মী ও তার আত্মীয় দুইজনের সহযোগিতায় সে পালানোর চেষ্টা করে তখন আশেপাশে থাকা এক ব্যক্তি জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে বাবুরহাট ফাঁড়ির ইনচার্জ তার সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসলে প্রতারক দালাল কাজলের আত্মীয় এবং সে ফোন দিয়ে নিয়ে আসা সংবাদ কর্মির সহযোগিতায় প্রতারক দালাল কাজল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বুঝতে পারায় শেখেরচর ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে এসে আটক প্রতারক ব্যক্তি কে না পেয়ে প্রতারককে পালিয়ে যেতে সহযোগিতাকারি সংবাদ কর্মীকে ফাঁড়িতে আটক করে নিয়ে যেতে চাইলে ধুমকেতু সংঘের সামনে অবস্থানরত আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু সমাধান করে দেওয়ার শর্তে তাকে পুলিশের হাত হতে রক্ষা করে।ভিক্টিমপরিবার সহ এলাকাবাসী দালাল কাজলকে আইনের আওতায় এনে দৃষ্টিান্তমুলক বিচার দাবি জানান প্রশাসনের নিকট।

Daily Frontier News