বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
ভারত থেকে অবৈধভাবে আসা ২৪০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। গতকাল বুধবার সকালে চেকপোস্ট বসিয়ে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের পাশ্ববর্তী শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে যাত্রী ছাউনির সামনে চিনি ভর্তি ঢাকাগামী দ্রুতগতির ট্রাক ঢাকামেট্রো (ট- ২০৮১৫৩) কে সিগন্যাল দেওয়া মাত্রই পালানোর চেষ্টা করে। এ সময় চিনি ভর্তি ট্রাক আটক করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, অবৈধভাবে চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার কাওছার আহমেদ এর নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে উল্লেখিত চিনির বস্তা ও ট্রাকটিকে আটক করা হয়। ভারত থেকে অবৈধভাবে এসব চিনি নিয়ে এসে বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয় বলে জানায় পুলিশ৷ এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে৷ ভারত থেকে চোরাই পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আটকের সময় ড্রাইভারকে পাওয়া যায়নি। চোরাকারবারির নাম জানার চেষ্টা করছি। অচিরেই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics