মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করতেন তারা
চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, জোরারগঞ্জ থানাধীন খিলমুরারী গ্রামের মো. হক সাব (২৩), একই থানার হিংগুলী গ্রামের মো. সাইফুল ইসলাম ওরফে রনি (২৪), নারায়ণগঞ্জ জেলার চরপাড়া এলাকার চাঁন মিয়া (২৮) এবং সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন আকতাপাড়া গ্রামের সিজিল মিয়া ওরফে সোহাগ (৩০)।
তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ, ৩৪টি অটোরিক্সার ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি বলেন, গ্রেফতার ডাকাত দলের সদস্যরা আন্তঃজেলা ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বেশিরভাগ সদস্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে মালামালসহ ঢাকার দিকে চলে যায়। মূলত তারা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী সাধারণ মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয় বলে স্বীকার করেছে। মূলত শুক্রবার ভোরে একটি প্রাইভেট গাড়ি থামিয়ে ডাকাতি করার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার ডাকাত সর্দার হক সাবের বিরুদ্ধে সীতাকুণ্ড ও জোরারগঞ্জ থানায় ডাকাতি, হত্যা চেষ্টা, অস্ত্র আইনসহ ২০টি, রনির বিউদ্ধে জোরারগঞ্জ থানায় ৪টি মামলার মামলার তথ্য পাওয়া গেছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics