মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
খুলনার ডুমুরিয়ার মাগুরখালী ও শোভনার নদীতে দেয়া অবৈধ নেট-পাটা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ অভিযানের নেতৃত্ব দেন।
জানা গেছে, উপজেলার মাগুরখালী ও শোভনা ইউনিয়নের হাতিটানা নামক নদী ঘেংরাইল নদী ও চিত্রমারি খালে কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে নদীতে নেট-পাটা দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে আসছিলো। বৃষ্টির মৌসুমে হাজারো মানুষের সমস্যার বিষয়টি অবগত হয়ে বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ হতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
এ সময়ে নদীতে থাকা প্রায় অর্ধশত নেট-পাটা উচ্ছেদ করা হয় এবং দখলদার দের সতর্ক করা হয়।
অভিযানে উপজেলা সার্ভেয়ার মোঃ মিরাজ, স্থানীয় ইউপি সদস্য দেবব্রত সরদার, থানা পুলিশের এসআই মোঃ রমজান সরদার সহ একাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics