মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
খুলনার ডুমুরিয়ার কুলবাড়িয়ায় চুরি যাওয়া ৭বস্তা তরমুজ উদ্ধার করেছে স্থানীয় জনতা। তবে ঘটনার পর থেকে চোর সন্দীপ মন্ডল পলাতক রয়েছে। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে কুলবাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে পেশাদার চোর ও মাদক কারবারি সন্দীপ মন্ডল (৩০) এর বাড়ি থেকে চুরি যাওয়া তরমুজ উদ্ধার করা হয়। কিন্তু এসময় চোর এলাকা থেকে পালিয়ে যায়।
স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, গত সোমবার মঠবাড়িয়া গ্রামের ব্যাবসায়ি রুহোল আমিন কুলবাড়িয়া এলাকার দেবাশীষ মন্ডলের ক্ষেত থেকে তরমুজ কিনে পরিবহনের জন্য ৭টি বস্তা বন্দী করে স্লুইসগেট নিকট রাস্তার পাশে রেখে দেয়। যার
আনুমানিক মুল্য ২০ হাজার টাকা। কিন্তু পরিবহন আসার পূর্বেই চোর সন্দীপ মন্ডল ও তার সহযোগীরা ৭বস্তা তরমুজ চুরি করে নিয়ে তার নিজ বাড়িতে রাখে। গত মঙ্গলবার খোজাখুজির এক পর্যায়ে রাত ১১ টার সন্দীপ মন্ডলের বাড়িতে এবং তার ঘেরের ভেড়ির মরা সশা গাছের মাচানে নেটের প্যাকেটে অভিনব কৌশলে ঝুলিয়ে রাখা দেখতে পাই। এসময় বিক্ষুব্ধ জনতা তরমুজ গুলো উদ্ধার চোরকে সনাক্ত করে।
এলাকাবাসীর অভিযোগ করে এ প্রতিবেদকেকে জানান,গত এক-দেড় মাসের মধ্যে ইকতার ফকিরের ১টি মোটর,রুইদাশ সরদারের ১টি মোটর,অনুপ মন্ডলের ২ টি মোটর,শুকদেব মন্ডলের ১ টি মোটর, অচ্যুত মন্ডলের ১টিসহ ৭টি পানির পাম্প মোটর চুরি হয়েছে। গোবিন্দ রায়ের বাড়িতে গভীর রাতে বাড়ির লোকজন জিম্মি করে করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণের গহনাসহ আনুমানিক ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে । এলাকায় আবুল বাশার গাজীর মুদি দোকানে চুরি করে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। অনাদী মন্ডলেন গোয়াল ঘর থেকে ২ টি বড় গরু,শিশির সরদারের গোয়াল ঘর থেকে ৪ টি গরুসহ ৬ টি গরু চরি হয়েছে। এছাড়া ছাগল হাস মুরগী প্রতিদিনে চুরি হচ্ছে বলে জানাগেছে। কুলবাড়িয়া স্লুইসগেটের খাল ও পাশে নদীতে থাকা পঙ্কজ বিশ্বাসের কার্গো থেকে ২৪ ভোল্টের ব্যাটারিসহ গেটের খালে থাকা ৪০/৫০ টি ট্রলারের পিতলের পাখা চুরি হয়েছে। তাছাড়া প্রতি রাতে এলাকায় চুরি হচ্ছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এছাড়া এলাকার সুভাষ রায়ের মুদি দোকানে চুরি করা মালামাল ফেরৎ দিয়ে জনসম্মুখে ক্ষমা চেয়ে মাপ পেয়ে যায়। কিছু দিন পূর্বে মনিরামপুর এলাকা থেকে মোবাইল ফোন চুরি করে হাতে নাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন চোর সন্দীপ। ওই রফাদফা মধ্যেমে পার পেয়ে যায়।
স্থানীয় পার্থ কুমার মন্ডল, আব্দুর রশিদ গাজী,ব্রজেন মন্ডল,অনুকুল বিশ্বাস,গোবিন্দ রায়,শিশির সরদার, সরজিৎ মন্ডল, সরদার দিদারুল ইসলাম এবং ইউপি সদস্য শেখ আব্দুল হালিম মুন্নাসহ ভুক্তোভোগী এলাকাবাসী বলেন, সন্দীপ মন্ডল একটি অপরাধী সেন্ডিকেট নিযন্ত্রণ করে আসছে। তার নেতৃত্বে এলাকায় চুরি ডাকাতি ছিনতাই মাদক কারবারির প্রত্যক্ষভাবে চালিয়ে যাচ্ছে। সন্দীপ মন্ডল সে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় থেকে নানা অপরাধ মুলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তদন্ত পূর্বক এসকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহন করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে চোর সন্দীপের পিতা নগেন্দ্র নাথ মন্ডলের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics