মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফঃ-
চট্টগ্রাম নগর পুলিশ—সিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে কালু নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসময় ৫০ হাজার ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিএমপির গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।
তিনি বলেন, ডিবির পরিদর্শক মোহাম্মদ কেপায়েত উল্লাহর নেতৃত্বে গতরাতে নতুনব্রিজ এলাকার আব্দুল মোমিনের চা-দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট ও পরিবহন কাজে ব্যবহারিত একটি ট্র্যাকসহ মো. কালুকে (৪৬) গ্রেপ্তার করা হয়ে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী কালু ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে কমদামে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে ট্র্যাকগাড়ীতে করে পরিবহন করে চট্টগ্রামে নিয়ে আসছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics