Daily Frontier News
Daily Frontier News

জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ডিবি পুলিশ পরিচয়ে আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত চক্রের অন্যতম মুলহোতা গাফ্ফার মিয়া গ্রেফতার       

 

 

 

 

𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, SARAIL THANA,BRAHMANBARIA
[19 July 2022]

,                     জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা এলাকায় ১৮ই জুলাই ২০২২ খ্রিঃ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় পূর্ব কুট্টাপাড়া মোড়স্থ ঢাকা-সিলেট মহা-সড়কের উপর জনৈক মোঃ সুমন মিয়া (৩২), পিতা- মৃত মিলন, গ্রাম- হাটুভাঙ্গা, থানা- রায়পুরা, জেলা –নরসিংদী সহ ১৩ জন বন্ধু-বান্ধব সরাইল থানাধীন শাহবাজপুর হইতে চা-পান করে  ফেরার পথে সরাইল বিশ্বরোড মোড়ে আসার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড কেন্দ্রীক আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত চক্রের খপ্পরে পড়ে অস্ত্রের মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করতঃ ডিবি পুলিশ পরিচয়ে মারধর করিয়া ১৩ জনের নিকট হইতে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণের চেইন, ১৩ টি মোবাইল সহ সর্বমোট ৪,২৬,৭০০/=(চার লক্ষ ছাব্বিশ হাজার সাত শত)  টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। উক্ত অভিযোগ সরাইল থানা পুলিশ প্রাপ্ত হওয়ার পর সরাইল থানার সুযোগ্য, অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়ের নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ জয়নাল আবেদীন, এএসআই(নিরস্ত্র) / মোঃ রুবেল আখন সঙ্গীয় ফোর্স সহ বাদী ও ছিনতাই’র কবলে পড়া অন্যান্যদের সহায়তায় তাহাদের বর্ণনা মতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ছবি দেখিয়ে ও মোডাস অপারেন্ডি মোতাবেক স্থানীয়ভাবে তদন্ত করে বাদী সাক্ষীদের সনাক্ত মতে দুর্ধর্ষ এই অপরাধী চক্রের একাধিক সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হয়।বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষীতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড কেন্দ্রিক ছিনতাইকারী ও ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত চক্রের অন্যতম মূলহোতা ও উক্ত মামলার অন্যতম আসামী গাফ্ফার মিয়া (৩৮), পিতা-মৃত আঃ কাদির গ্রাম- খাটিহাতা, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা –ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করিতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও সরাইল থানায় একাধিক মামলা রহিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

Daily Frontier News