Daily Frontier News
Daily Frontier News

জাকির,রকি,তয়ন ও জামাল গংদের বিরুদ্ধে আবির নামের যুবককে মারধরের অভিযোগ।

 

শিশির খান
স্টাফ রিপোর্টারঃ (০৬-০৬-২০২৩ইং)

 

নারায়ণগঞ্জ বাবুরাইল আমবাগান হাকিম বাগ এলাকার জাকির ওরফে ঘাউরা জাকির ও তার দুই ছেলে রকি ও তয়ন সহ জামাল ও তার ছেলে সোহাদ গংদের বিরুদ্ধে মোঃ আবির নামে এক যুবকে মারধররে অভিযোগ উঠেছে। অভিযোগে আবির উল্লেখ্য করেন গত ০২ জুন আনুমানিক ৫.৩০ মিনিটের সময় আমি আমবাগান হাকিমবাগ গেটের সামনে দিয়ে যাওয়ার সময় সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মোঃ তয়ন ও সোহাদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাদের গালিগালাজ করার কারন কারন জানতে চাইলে তয়ন ও সোহাদ সহ অজ্ঞাত কিছু লোকজন আমাকে কিলঘুষি লাথী মারা সহ ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে আঘাত করে করে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা গুরতর জখম করে। পরবর্তীতে আমি মারধরের বিষয়ে তয়নের বড় ভাই রকি ও তার বাবা জাকিরকে জানালে তারাও আমাকে গালিগালাজ ও বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি করে এবং তয়নের বড় ভাই রকি ও তার বাবা জাকির এর নির্দেশে গত ০৩ জুন পুনরায় সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় আমাবাগান রাস্তায় আমাকে মারধর করে এবং বলে এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করিস কিংবা থানা পুলিশ করিস তাহলে তোরে সেখানে পাবো প্রাণে মেরে ফেলবো বলে হুমকি প্রদান। তাদের এই রকম ব্যবহার দেখে আমি এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানা অভিযোগ দায়ের করেন।

Daily Frontier News