মাসুদ পারভেজ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মালামাল চুরিতে জড়িত ৭ জনকে বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুরসহ আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, চোর চক্রের হোতা তৌহিদুল ইসলাম ইমন (২৭), তার সহযোগী আজম খান ওরফে সাইফুল (২৮), সাইফুল ইসলাম সুমন (৩০), আরিফুল হোসেন ওরফে বাপ্পি (২৩), মো. মুছা (৩৮), মো. শাহীন সুলতান (৩০) এবং মো. আনোয়ার হোসেন (৩৪)
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বলেন, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ঠিকাদার সাইফ পাওয়ার গ্রুপের প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রায় ৪ হাজার ২০০ কেজি ওজনের ৬টি লোহার শিট পাইল মোহাম্মদনগর হাউজিং সোসাইটি এলাকা থেকে চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়।
তিনি আরও বলেন, এরপর ঘটনাস্থলসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সীতাকুণ্ড এলাকা থেকে চোরাই চক্রের মূলহোতা তৌহিদুল ইসলাম ইমনকে গ্রেফতার করা হয়। পরে এসব চোরাই পণ্য কেনাবেচাসহ চুরিতে জড়িত আরও ৬ জনকে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মূলত ট্রাকের সঙ্গে সংযুক্ত মোবাইল ক্রেন দিয়ে তারা এসব লোহার পাইল চুরি করে। চুরির ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ক্রেনও জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics