Daily Frontier News
Daily Frontier News

ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার সহ, গ্রেফতার ৪

 

মাসুদ পারভেজ

যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থেকে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় নগরীর বাকলিয়া থেকে ছিনতাই করা অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. ইব্রাহিম (২৪), মো. হাসান (২২), মো. সিপন (২৩) এবং মো. সাকিল (২৩)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, বুধবার রাত ৯টার দিকে বায়েজিদের পলিটেকনিক্যাল মোড় থেকে যাত্রীবেশে ওঠে পথিমধ্যে চালককে অস্ত্রের মুখে মারধর করে অটোরিকশাটি নিয়ে যায়।

এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের চিহ্নিত করে বাংলাবাজার থেকে প্রথমে ইব্রাহিম এবং হাসানকে গ্রেফতার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক সিপনকে গ্রেফতার করা হয়।

এরপর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয় অটোরিকশাটি। ওই গাড়ির ডকুমেন্টগুলোসহ অপর ছিনতাইকারী মো. সাকিলকে গ্রেফতার করা হয়।

তাদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Daily Frontier News