Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটে জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা:-

 

চুনারুঘাট উপজেলার রানিগাওয়ে জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর রানিগাও গ্রামের মৃত আকবর আলীর পুত্র কাউছার মিয়া ( ৩৮), মৃত নুর হোসেনের পুত্র মো: ফারুক মিয়া(৩৮), আব্দুল হামিদের পুত্র মো: বিল্লাল মিয়া(২৮), জিবধর ছড়া গ্রামের মৃত নজির আলীর পুত্র লিয়াকত আলী(৫০), পারকুল গ্রামের মৃত আলী হোসেনের পুত্র তৌফিক আহমেদ (৪৪) একই গ্রামের আব্দুল হামিদের ছেলে মিজানুর রহমান (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে কমার্স ব্যাংক এলাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা এর নেতৃত্বে এসআই সনজিত চন্দ্র নাথ ও এসআই ছদরুল আমিন সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইউনিয়নের রানিগাঁও বাজার সংলগ্ন জনৈক দুলাল মিয়ার ঘরে জুয়ার সরঞ্জাম ও নগদ ২০ হাজার সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। থানার ওসি রাশেদুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

Daily Frontier News