Daily Frontier News
Daily Frontier News

চাঁদাবাজি মামলায় নবীনগরের টাইগার সোহেল গ্রেফতার

 

 

মাসুম মির্জা নবীনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের করইবাড়ি গ্রামের সগীর আহমেদ এর ছেলে টাইগার মোঃ সোহেল (৪০) কে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জিনোদপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,
করইবাড়ি গ্রামের জাতীয় পার্টির নেতা সগীর আহমেদের ছেলে মোঃ সোহেল ওরুফে টাইগার সোহেল এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ছিন্তাইসহ নানা অপকর্মে করে আসছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও রয়েছে।জিনোদপুর গ্রামের মৃত নরুল ইলামের ছেলে হাসান উদ্দিন বাদী হয়ে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ সোহেলকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজির অভিযোগ করেন।আদালত অভিযোগটি আমলে নিয়ে নবীনগর সার্কেলকে তদন্ত-পূর্বক প্রতিবেদনের নির্দেশ দেয়। নবীনগর থানা পুলিশ অতিরিক্ত তদন্ত করে তার বিরুদ্ধে মামলা রুজু করে প্রতিবেদন পাঠায়।ওই মামলায় সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করেন।

Daily Frontier News