সাহাবুউদ্দিন চট্টগ্রাম
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন এক কয়েদি। মো. মঞ্জুর আলম (৬১) নামের ওই কয়েদি কক্সবাজারের টেকনাফ থানার উত্তর শীলখালী এলাকার মো. মোতালেবের ছেলে।
শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার কয়েদি নম্বর ৬৪৮৯/এ। তিনি টেকনাফ থানার একটি মামলা আসামি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, শুক্রবার রাত ১১টার দিকে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন মঞ্জুর। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মঞ্জুর মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর আব্দুস শুক্কুর (৬০) ও রফিকুল ইসলাম (৭৩) নামের এই দুই কয়েদি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৬ ডিসেম্বর গরম সেমাইয়ে দগ্ধ হয়ে ২৩ ডিসেম্বর মারা যান জাহাঙ্গীর আলম (২৫) নামের আরও এক কয়েদি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics